ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ
প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৮
আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০০:৪৫

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সেই তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মোট ৩২২ জনের নাম পাওয়া গেছে।
৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।
এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নাম প্রস্তাব করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
নির্বাচন কমিশন
আপনার মূল্যবান মতামত দিন: