সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শিল্প প্রতিমন্ত্রীর শোক
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৯
আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৪

মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
শনিবার (৫ সেপ্টম্বর) এক শোকবার্তায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী দুঃসাহসিক ভূমিকা রাখেন। তাঁর মতো একজন খাঁটি দেশপ্রেমিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।
মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে শিল্প প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
শিল্প প্রতিমন্ত্রী মরহুম আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: