‘সিকদার পরিবারে গৃহবিবাদ’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ০১:৫৬
আপডেট:
২১ এপ্রিল ২০২১ ০২:০৯

গত ১৮ এপ্রিল ২০২১ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘সিকদার পরিবারে গৃহবিবাদ, ঋণের নথিও মিলছে না’ শীর্ষক সংবাদটিকে বিভ্রান্তিকর ও বানোয়াট উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সিকদার গ্রুপ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘একটি কুচক্রি মহল সিকদার পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর খবর দিয়ে দেশে এবং আন্তর্জাতিকভাবে সিকদার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চাচ্ছে।’
পারভীন হক সিকদার, রিক হক সিকদার ও রন হক সিকদার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘সিকদার পরিবারের অটুট বন্ধনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর। আমরা সকলে একসাথে এর তীব্র প্রতিবাদ জানাই।’
সম্পর্কিত বিষয়:
সিকদার গ্রুপ
আপনার মূল্যবান মতামত দিন: