লঘুচাপ সৃষ্টির শঙ্কা, গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১০:৪৮
আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৫:১৮

পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৫ আগস্ট) সকালে এক সতর্কবার্তায় এই তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হচ্ছে
এদিকে আবহাওয়ার অন্য একটি পূর্বাভাসে জানানো হয়, দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: