রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যু
প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ১৯:১৪
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ২৩:৪৪

রাজধানীর শাহ আলী থানার মাজার রোড এলাকায় একটি ভবনের রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থেকে নিচে পড়ে মো. সোহাগ (২২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহাগকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইমরান বলেন, সকালের দিকে ছয়তলা ভবনের চারতলায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সোহাগ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ভোলা জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহ আলী থানাকে জানিয়েছি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: