প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১৫:২৩
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ০১:৩১

তিন দফা দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে দুজন বারডেমে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়েকজনকে অন্যান্য হাসপাতালে নিয়ে গেছেন সহপাঠীরা। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টার পর এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত “লংমার্চ টু ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।
দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দেয়।
বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জলকামান দিয়ে পানি ছোড়ে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় পুলিশ ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
একই দাবিতে গতকাল মঙ্গলবার পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা। দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: