রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বগুড়ার দুই আসনে একতারা প্রতীকে লড়বেন হিরো আলম


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৩ ০৪:১২

আপডেট:
১১ মে ২০২৫ ১৪:০১

ছবি সংগৃহিত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার একদিন পর বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাকে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান ও বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে হিরো আলম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছে জেলা নির্বাচন অফিসে হাইকোর্টের রায়ের কপি জমা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন।

প্রতীক বরাদ্দ দেওয়ার পর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, হিরো আলম অদম্য। তার মানসিক স্পিড দারুণ। তার জন্য শুভ কামনা রইল। নির্বাচন সুষ্ঠু হবে।

হিরো আলম বলেন, সিংহ প্রতীক বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন দলের। বিষয়টি জানতাম না। ২০১৮ সাল থেকে ওই প্রতীক নিবন্ধিত। তাই প্রতীক পরিবর্তন করে একতারা মার্কা নিলাম।

তিনি বলেন, বিগত নির্বাচনে আমার লোক কম ছিল তাই হামলা করেছিল। এবার কর্মী বাহিনী অনেক বেশি। হামলা হলে পাল্টা হামলা করব।

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top