বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৪ ঘণ্টা ধরে অবরোধ, সড়কেই রান্না করে খাচ্ছেন পর্যটকরা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৪ ১৬:১৬

আপডেট:
১ মে ২০২৫ ০৩:৩১

ছবি সংগৃহীত

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৩টা ৪০ মিনিট) আন্দোলন চলমান আছে।

এদিকে সড়কে আটকা পড়া পর্যটকরা কোথাও যেতে না পেরে বাধ্য হয়ে সড়কেই রান্না করে খাচ্ছেন।

কুমিল্লা থেকে আগত আবু তাহের বলেন, আমরা ৫০ জন মিলে কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসি। সেই সকাল থেকে অবরোধের কারণে আটকা আছি। বিকেল গড়ালেও আমরা একই স্থান থেকে সরতে পারেনি। এদিকে সবাই ক্ষুধার্ত। তাই আমাদের কাছে রান্না করার জিনিসপত্র থাকায় সড়কেই রান্না করে খাচ্ছি।

আরেক পর্যটক বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা গাড়িতে আছে। তাই কোনো উপায় না পেয়ে সড়কেই রান্না করে খেতে হচ্ছে।

জেসমিন নামে আরেকজন বলেন, আর কতক্ষণ না খেয়ে থাকব? পাশে খাবার হোটেলও নেই। তাই বাধ্য হয়ে সড়কেই খেতে হচ্ছে।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন বলেন, সেন্ট মার্টিনবাসীর দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। তাদের সব দাবি মেনে নেওয়া হবে। তাদেরকে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top