কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৫
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১৬:১৯
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৮:৪৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর এবং স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে।
এ ঘটনায় আটকরা হলেন - ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), উপজেলার ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)৷
রোববার বেলা ২টার সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি জানান।
তবে এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে একাধিকবার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদারের কাছে জানতে চাইলে, এই ধরনের কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে তিনি এই প্রতিবেদককে জানান। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। এমন কি তিনি ভিকটিম এবং আসামিদের সাংবাদিকদের সামনে আনতে দেন নাই বলেও অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গেল রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। এরপর পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর এবং ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ধরনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালালে পাঁচজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: