সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৮:৪৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২১:৩৯

ছবি ‍সংগৃহিত

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর গ্রামের মৃত খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০) একই ইউনিয়ন যুবদলের সভাপতি ও মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) এবং ভবানীপুর গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকায় তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে আত্রাই-রাণীনগর এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, তাদের আটকের কথা শুনেছি। বিষয়টি সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আত্রাই থানার ওসি (তদন্ত) কাউছার আলম বলেন, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতিসহ মোট ৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে আজ জেল হাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top