উখিয়ায় বসতবাড়ি থেকে বার্মিজ অজগর উদ্ধার
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৯:০৬
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ২২:৫৭

কক্সবাজারের উখিয়ায় বসতবাড়ির আঙিনায় আমগাছ থেকে ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে দৌছড়ি বিটের নাপিতপাড়া এলাকার আব্দুর রহিমের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বনকর্মীরা।
স্থানীয়রা জানান, আব্দুর রহিমের বাড়ির আমগাছে অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
দৌছড়ি বন বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বলেন, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি।
দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পেয়ে বার্মিজ অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটি সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: