রাজবাড়ীতে ভুয়া পুলিশ আটক
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১৩:০৫
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১৫:৩৭

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা থেকে তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টায় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
জানা গেছে, কালুখালীর উপজেলার সোনাপুর মোড়ে তুষার পুলিশ পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে ধাওয়া দিলে সে কালুখালী সেনাক্যাম্পে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, ভুয়া পুলিশের খবর পেয়ে জনগণের হাত থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: