মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


গাইবান্ধায় এক রাতে কবর থেকে ১৮টি কঙ্কাল চুরি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৭:২৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৩:১৪

ছবি ‍সংগৃহিত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রাতের আঁধারে দুটি পারিবারিক কবরস্থান থেকে অন্তত ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া সরদার পাড়া গ্রাম থেকে ৭টি এবং আখকচুয়া গ্রাম থেকে আরও ১১টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে স্বজনরা কবর জিয়ারতের সময় বিষয়টি প্রথমে বুঝতে পারেন। পরে পুরো এলাকা জুড়ে এ নিয়ে আলোচনা শুরু হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার বলেন, এক রাতে এভাবে এতগুলো কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা, কী উদ্দেশ্যে কঙ্কালগুলো চুরি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top