জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত:
২১ মে ২০২৫ ২০:০০
আপডেট:
২২ মে ২০২৫ ০৪:১২

ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের হল রুমে ২১ মে ২০২৫, বুধবার বেলা ১২ টায় জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে, বাংলাদেশ ট্যাক্স ল' ইয়াস' এসোসিয়েশন এবং ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের যৌথ আয়োজনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন - জনাব, রমিজ উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট, বাংলাদেশ ট্যাক্স ল' ইয়ার্স এসোসিয়েশন। আরো উপস্থিত ছিলেন - এডভোকেট এ এইচ এম মাহাবুব সালেকিন, সভাপতি ঢাকা টেক্সাস বার; এডভোকেট আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা টেক্সাস বার ; এডভোকেট এ.টি. এম. রাশেদ (বাবু), টেক্সাস বোর্ডের সাবেক এ জি এস ; এডভোকেট আশরাফ হোসেন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ; এডভোকেট মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা টেক্সাস বার এসোসিয়েশন ; এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খান, ইসি মেম্বার, বিটিএলএ ; এডভোকেট মজিবর হোসেন পাটোয়ার, এডভোকেট সারোয়ার হোসেন খন্দকার প্রমূখ।
তারা বলেন - ১৯৭২ সাল থেকে রাজস্ব বোর্ড সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিকভাবে উন্নতি হচ্ছে। কিন্তু বর্তমান বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার রাজস্ব বোর্ডকে বাদ দিয়ে যা খুশি তা করে যাচ্ছে। তাদের কারো কাছে কোন জবাবদিহিতা নেই। বর্তমানে রাজস্ব বোর্ড মুখ থুবড়ে পড়েছে। বর্তমান সরকার আমাদের কোন কথার কোন পাত্তা দিচ্ছে না। আমরা চাই রাজস্ব ব্যবস্থা স্বচ্ছ ও ভালো হোক। বর্তমান সরকার হঠাৎ করে বললেন রাজস্ব বোর্ড বিলুপ্ত। কিন্তু কার সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত তারা নিলেন এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমাদের দাবি না মানলে আমরা অবশ্যই অর্থ উপদেষ্টার সাথে দেখা করব এবং এ বিষয়ে সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বুঝিয়ে বলবো।
আমরা যারা আইনজীবী আছি তাদের সাথে আলোচনা না করে তারা রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করতে পারে না। আমরা বিগত ১৫ দিন যাবত কোন কাজ করতে পারছি না যার দরুন দেশের রাজস্ব আয় বন্ধ আছে এবং দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়ছে। আমরা যারা কর আইনজীবীরা আছি তারা একত্রিত হয়ে কাজ করতে চাই এবং দেশের উন্নতি করতে চাই। আমাদেরকে বিলুপ্তি করার ঘোষণা দিয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করার পায়তারা চলছে। এ পায়তারা আমরা কোনভাবেই মেনে নিব না। রাতের আঁধারে রাত ৩ টায় প্রজ্ঞাপন জারি করা কোন কথা হতে পারে না। রাজস্ব আহরণে আমাদের অবদান অনেক বেশি।
তারা আরো বলেন - আমরা ভেবেছিলাম বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের যেসব সংস্কার না করলেই নয় সেগুলো করে একটি নির্বাচনমুখী সরকার হবে। কিন্তু তারা তা না করে, একটি নির্বাচিত সরকার যা যা করণীয় তার চাইতে বেশি এলোপাথাড়ি কাজ করে যাচ্ছে। অতীতের ফ্যাসিবাদী সরকারও আমাদের রাজস্ব ব্যবস্থাকে বাদ দেয়নি। কিন্তু বর্তমান বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকার রাজস্ব বোর্ডকে বিলুপ্তির কথা বলে ফ্যাসিবাদীর প্রমাণ দিয়ে যাচ্ছেন যা অত্যন্ত কষ্টকর এবং নিন্দনীয় ব্যাপার। আমরা কোনভাবে এসব নিন্দনীয় সিদ্ধান্তকে মেনে নিতে পারি না। আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের অস্তিত্বের প্রশ্নে আমাদের এক হতে হবে। বর্তমান সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। আয়কর আইনজীবীগণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আয়কর বাতিল করলে আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে এবং আমরা কোথায় যাব এ বিষয়ে তাদের কোন স্বচ্ছ ও সুন্দর চিন্তা ভাবনা নেই। আমরা গত ৮ ই মে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম কিন্তু বর্তমান সরকার আমাদের কোন কথা কর্ণপাত নিচ্ছেন না বরং এলোমেলো সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। আমরা কোন কঠোর পদক্ষেপ না নিলে মনে হয় তারা আমাদের কথা কর্ণপাত করবেন না। আজকে সারা বাংলাদেশে ৬৪ টি বারে একসাথে আন্দোলন চলছে। আমাদের রাজস্ব বোর্ডের কর্মচারীরাও আমাদের সাথে আন্দোলন করছে।
পরিশেষে উক্ত সমাবেশের সভাপতি এডভোকেট জনাব রমিজ উদ্দিন আহমেদ বলেন - বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস একজন অসাধারণ লোক এবং তিনি আমাদেরই লোক। আমরা প্রত্যাশা করি তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন এবং আমাদের প্রতি সুবিচার করবেন। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করি যেন তারা আমাদের ব্যাপারটা সুন্দরভাবে সমাধান করে দেয় এবং আমরা আশা রাখি অবশ্যই তারা আমাদের প্রতি সুবিচার করবেন। আমরা এডভোকেটরা জাতির দর্পণ এবং শিক্ষিত সমাজ। আমাদের কর্মকাণ্ড হওয়া উচিত শিক্ষিত লোকদের মতই আলোকিত। আমরা তাদের সাথে আমাদের ব্যাপারটা সমাধানের কথা আন্তরিকভাবে অনুরোধ করে বলবো এবং আশা করি তারা সুন্দর একটি সমাধান করে দিবেন। আর তারপরও যদি সমাধান না করে দেন এবং আমাদের পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন আমরা পরবর্তী কঠোর পদক্ষেপ নেয়ার কথা অবশ্যই চিন্তা করব।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: