মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দিনাজপুর শিক্ষা বোর্ডে বাংলা ২য় পত্র পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১৫৫০


প্রকাশিত:
১৩ মে ২০২৫ ১৬:৪০

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:৪১

ছবি সংগৃহীত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, এদিন ১৫৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

তিনি জানান, এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র পরীক্ষায় ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ পরীক্ষায় দিনাজপুরে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১৫৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৯২ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে: রংপুরে ২৫৭ জন, গাইবান্ধায় ২১৬, নীলফামারীতে ১৫৭, কুড়িগ্রামে ১৮০, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ৩০৯, ঠাকুরগাঁওয়ে ১৬২ ও পঞ্চগড় জেলায় ১৫৩ জন। এছাড়া, সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top