শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


যুবলীগ নেতা নিহতের ঘটনায় বাসচালক আটক


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ২২:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২০:১১

ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগ নেতা ফারুক নিহতের ঘটনায় বাসচালক রাজিবকে গ্রেফতার করেছে র‌্যাব। কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে র‌্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর রাজিব পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুপুরে র‌্যাব-১০ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ীর হাসেম সড়কের মাথায় দুই বাসের রেষারেষিতে নিহত হন রাজিব। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।


সম্পর্কিত বিষয়:

রাজধানীর যাত্রাবাড়ী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top