শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০৩:৫৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২০:৩৪

ছবি সংগৃহীত

অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন ও বিক্রি করায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ওই বেকারির নাম ‘নিউ শহিদ বেকারি অ্যান্ড কনফেকশনারি’। রাজধানীর দক্ষিণ কমলাপুরে এটি অবস্থিত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে বেকারিটি বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স নবায়ন ছাড়া পাউরুটি, বিস্কুট ও কেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন এবং বিক্রি করে আসছিল।

অন্যদিকে এজিবি কলোনি কাঁচাবাজারে খুশবু ওয়েল মিলকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও সরিষা তেলের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করে বৈধভাবে ব্যবসা করার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে।


সম্পর্কিত বিষয়:

বেকারি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top