পল্লবীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবক ঢামেকে মারা গেছেন
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২২ ০১:০১
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১০:৩৭

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি বাসায় এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে আহত হওয়া শ্রমিক ইব্রাহিম হাওলাদার (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বুধবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার দিকে মারা যান তিনি। ইব্রাহিম হাওলাদার উজিরপুর থানার মো. লোকমান হাওলাদারের ছেলে।
জানা গেছে, মিরপুরের পল্লবী থানার ডি ব্লকের একটি বাসার চারতলায় এসির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মোবারক আলী জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তার স্বজনের কাছ থেকে জানতে পারি গত ২৯ তারিখ মিরপুর পল্লবী ডি-ব্লক এলাকার একটি ভবনের চারতলায় এসির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ৩০ মিনিটে মৃত্যু হয়।
তার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত বিষয়:
বিদ্যুৎস্পৃষ্ট
আপনার মূল্যবান মতামত দিন: