মুগদায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২২ ০৩:৪৫
আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৪:২৫

রাজধানীর মুগদা থানার মান্ডা প্রথম গলি এলাকায় কুকুরের কামড়ে আল-আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা নবী হোসেন বলেন, আমাদের বাসার সামনে আমার ভাতিজা খেলার সময় কুকুর তার ঘাড়ে কামড় দিয়ে টানা-হেঁচড়া করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আল-আমিনের বাবা সিএনজিচালিত অটোরিকশা চালক ও মা বাসা বাড়িতে কাজ করেন। আমাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কোনো অভিযোগ না থাকায় জিম্মানামা নিয়ে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে চিকিৎসক।
সম্পর্কিত বিষয়:
কুকুরের কামড়
আপনার মূল্যবান মতামত দিন: