রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কোমল পানীয় পরিবহনের আড়ালে গাঁজার পাইকারি ব্যবসা


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২২ ০৬:৫৭

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৪:৩১

ছবি সংগৃহিত

কোমল পানীয় পরিবহনের আড়ালে গাঁজার পাইকারি ব্যবসার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় ৩৪ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ টোল প্লাজার উত্তর পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মাগুরা সদরের আবু তালেব মোল্লার ছেলে মো. মঞ্জুর আলম (৩০) ও নীলফামারীর জলঢাকার আসাদ উল্লার ছেলে তরিকুল (২৯)। এর মধ্যে মঞ্জুর গাড়িচালক ও তরিকুল গাড়ির হেলপার।

রোববার (২৫ ডিসেম্বর) ডিএনসি উত্তরের উপ-পরিচালক (ডিডি) মো. রাশেদুজ্জামান জানান, বিভিন্ন কোম্পানির কোমলপানীয় পরিবহনের আড়ালে একটি চক্র হবিগঞ্জ ও সিলেট থেকে গাঁজার বড় চালান ঢাকা, গাজীপুর ও সাভারের ডিলারদের কাছে পাইকারি দরে বিক্রি করত।

তিনি বলেন, চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা যাত্রাবাড়ী থানাধীন ট্রাক কন্টেইনার ও হেলপারদের কেন্দ্রীয় হাজিরা ঘর ভবনের সামনে অবস্থান নেই। যশোর-ট-১১-৩৪৪৪ নম্বরের কাভার্ডভ্যানটি সেখানে পৌঁছালে গতিরোধ করে মঞ্জুর ও রাজনকে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এর আগেও তারা গাঁজার একাধিক চালান সরবরাহ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। চক্রের একাধিক সদস্যের নাম ও পরিচয় পাওয়া গেছে। সেসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ​গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top