একসঙ্গে মিরপুরের চার কিশোরী নিখোঁজ
প্রকাশিত:
৩০ মার্চ ২০২৩ ২৩:৩২
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০১:৪৩

রাজধানীর মিরপুর এলাকা থেকে একদিনে অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া কিশোরীদের মধ্যে তিনজন মাদ্রাসা এবং আরেকজন একটি স্কুলের ছাত্রী।
এ ঘটনায় চার কিশোরীর অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করছি, ওই চার কিশোরী একসঙ্গে ছিল।
অবশ্য পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে যাত্রা করেছে। তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে একটু সময় লাগছে।
ওসি হাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বের হয়। তারা চারজনই বান্ধবী এবং সবাই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা।
চারজনকেই একসঙ্গে বোরখা পরিহিত অবস্থায় দেখা গেছে। তাদের উদ্ধারে এরই মধ্যে দেশের সব থানায় নিখোঁজের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের একাধিক টিম তাদের উদ্ধারে কাজ করছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: