বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বর্ষবরণে রমনায় উৎসবের আমেজ

ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে বৈশাখী উন্মাদনায় মেতেছে মানুষ


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৫ ১০:৪২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৮:১৬

ছবি সংগৃহীত

পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নিতে রমনার বটমূলে ঢল নেমেছে মানুষের। বাংলা বর্ষপঞ্জির ১৪৩১ সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা। নতুন বছরের নতুন দিনটি উদযাপনে রাজধানীর রমনায় উৎসবে মেতেছে মানুষ। ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে বৈশাখী উন্মাদনায় মেতেছে উৎসব প্রিয় মানুষ।

সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে রাজধানীর রমনার বটমূল এলাকা ঘুরে উৎসবের আমেজ দেখা গেছে।

এদিকে বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, ছায়ানটের আয়োজনে ভোর ৬টা ১৫ মিনিটে প্রায় দেড়শ জনের সুরবাণীতে নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়। দিনের শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও ৭টার পর পর ঢল নামে মানুষের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রঙিন পোশাকে রমনার বটমূলে আসেন নতুন বছরকে স্বাগত জানাতে। ফলে দিনের প্রথম প্রহর থেকেই বৈশাখের এ আয়োজন রূপ নিয়েছে এক মহোৎসবে।

উৎসবকে ঘিরে কানায় কানায় পূর্ণ হয়েছে রমনার বটমূল চত্বর। এছাড়াও পার্কের ভেতরের বিভিন্ন স্থানজুড়েও রয়েছে লোকসমাগম।

রমনা পার্কের ভেতরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এতে উৎসবের আমেজ যেন আরও বেড়েছে। অন্যদিকে রঙিন পোশাকে প্রিয়জনদের সঙ্গে সেলফি ও গ্রুপ ছবি তুলতেও দেখা গেছে উৎসব প্রিয় মানুষকে।

এবার রমনার রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকার ৭২ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে অনুষ্ঠিত হয়েছে এই বর্ণাঢ্য আয়োজন।

ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার মোট ২৪টি পরিবেশনা হয়েছে মঞ্চে। এর মধ্যে রয়েছে ৯টি সম্মিলিত সংগীত, ১২টি একক কণ্ঠে পরিবেশনা এবং ৩টি পাঠ। নববর্ষের শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top