বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ২রা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


‘সব ধরনের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে অবস্থান নেবে জামায়াত’


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৮:২২

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ১৮:৩৯

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবিঃ মামুন রশিদ

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ধরনের হামলা ফ্যাসিবাদের চিহ্নমাত্র।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।

আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে, সে বিষয় নিয়েই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ নিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ বাড়তো। সেই বিবেচনায় জনস্বার্থে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করছি। নগরবাসীর যেন কষ্ট না হয়, সে জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।’

তিনি জানান, সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, চিকিৎসা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে আটটি অনুবিভাগ। থাকবে ৩৩টি এলইডি স্ক্রিন, যাতে দূর থেকেও অংশগ্রহণকারীরা কার্যক্রম দেখতে পারেন।

এছাড়া ছয় হাজার স্বেচ্ছাসেবক থাকবেন, যারা ২০টি পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ১৫টি মেডিকেল বুথ স্থাপন করা হচ্ছে, প্রতিটিতে দুজন চিকিৎসক নিয়োজিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও উঠে আসে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার প্রসঙ্গ।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সমাবেশের প্রধান লক্ষ্য ও দাবির বিষয়ও তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, গণহত্যার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার দাবি এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

গোলাম পরওয়ার বলেন, ‘এই সমাবেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি থেকে উদ্ভূত। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণেই রাষ্ট্রের সঠিক দিক নির্ধারিত হবে।’

সংবাদ সম্মেলনের শেষাংশে এই জামায়াত নেতা সবার প্রতি শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান এবং সরকার যেন সার্বিক সহযোগিতা দেয়, সেই প্রত্যাশা করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top