রাজধানীতে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ৫
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৮:০৫
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২২:১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও কাস্টমস। এসব অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম আইস, চার হাজার ইয়াবা, ২৮০ গ্রাম কুশ ও ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন জব্দ করা হয়েছে। গ্রেফতার হয়েছেন দেশি–বিদেশি মাদক কারবারি।
ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে একটি টিম রাজধানীর আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে মো. খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬)–কে ৪ হাজার অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মিলন মোল্লার দখল থেকে ভয়ংকর মাদক মিথাইল অ্যামফিটামিন (আইস) ১ কেজি ৬০০ গ্রাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল মালিক পলাতক সৌরভ ইসলাম শান্ত ওরফে তোফায়েল হোসেন শান্ত এবং ইয়াছমিন আক্তার আঁখিসহ গ্রেফতার মিলন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর নিয়মিত মামলা করা হয়েছে। ডিএনসি জানায়, সৌরভ ইসলাম শান্ত তাদের তালিকাভুক্ত গডফাদার, যার নামে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, গত ২৫ আগস্ট ডিএনসি উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাকঘরে অভিযান চালিয়ে টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. শহিদুল ইসলাম (৪৫) গ্রেফতার হন। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে শুকুর মোহাম্মদ রিপন (৫০)–কেও আটক করে ডিএনসি।
এ ছাড়া মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ কাস্টমস ও ডিএনসির যৌথ অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গায়ান রিপাবলিকের নাগরিক Karen Petula–কে ৮ কেজি ৬০০ গ্রাম কোকেনসহ গ্রেফতার করা হয়।
সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে ডিএনসি জানিয়েছে।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: