কোটি টাকার ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ২০:৪৪
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪০

রাজধানীর ধানমন্ডি থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ১ কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো (উত্তর) অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার পর ধানমন্ডি সার্কেল ইন্সপেক্টর মো. সাজেদুর রহমানের নেতৃত্বে ধানমন্ডি এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসা থেকে আরাফাত খাতুন ও তার মেয়ে জামাই রবিনকে আটক করা হয়। এর আগে আরাফা খাতুনের স্বামীকে আইস মামলায় গ্রেপ্তার করা হয়। সে এখন কারাগারে আছে।
সম্প্রতি বেশ কয়েকজনকে আইসসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে জামাই-শাশুড়িকে আটক করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: