আবুধাবি ও দুবাই রুটে বিমানের ফ্লাইট চালু হচ্ছে আজ
প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ১৬:৩৫
আপডেট:
৩ অক্টোবর ২০২১ ১৭:১৩

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু হচ্ছে রোববার (৩ অক্টোবর) থেকে।
শনিবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকার।
ডিজিএম জানান, ৩ অক্টোবর রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দু’টি এবং ৪ অক্টোবর সোমবার থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীরা এখন থেকেই এই ২ টি রুটের টিকেট কিনতে পারবেন।
তিনি আরও জানান, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আপনার মূল্যবান মতামত দিন: