ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ, অতঃপর ‘অন্তঃসত্ত্বা’ কিশোরী
প্রকাশিত:
১৫ আগস্ট ২০২২ ০১:০৭
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৩:৫৫

ময়মনসিংহে ১৩ বছরের এক কিশোরীরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে র্যাব।
রোববার দুপুরে র্যাব-১৪'র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগের রাত সোয়া ২টার দিকে সদর উপজেলা থেকে নজরুল ইসলামে (৩৫ ) কে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তার নজরুলের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থাকতেন।
আখের আরও জানান, নজরুল গত জানুয়ারি মাসের শেষের দিকে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। মেয়েটি এ ঘটনা কাউকে যাতে না বলে সে জন্য তাকে নানা ধরনের হুমকিও দেয় সে। পরে ২৫ জুলাই ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার মা টের পেয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে মেয়েটিকে পরীক্ষা করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। পরে ওইদিনই মেয়েটির মা বাদী হয়ে ফুলপুর থানায় নজরুলকে আসামি করে মামলা করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে নজরুল। তাকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত বিষয়:
অন্তঃসত্ত্বা
আপনার মূল্যবান মতামত দিন: