নবজাতকের গলিত মরদেহ উদ্ধার
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ২২:১৫
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৭:৩৪

ঝিনাইদহের মহেশপুরে ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার গুড়দাহ বাজারের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, গুড়দাহ গ্রামের চাবড়ার মাঠে একটি ব্যাগে নবজাতকের গলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা এই নবজাতককে ফেলে গেছে।
মহেশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে লাশ ঝিনাইদহ মর্গে পাঠিইয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘটনাটি দুদিন আগের, যে কারণে গন্ধ ছুটে গেছে। শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
সম্পর্কিত বিষয়:
নবজাতক
আপনার মূল্যবান মতামত দিন: