শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দেশব্যাপী ওএমএসের চাল বিতরণ শুরু


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫৮

 ছবি : সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালীতে খোলা বাজারে ৩০ টাকা কেজি দামে ওএমএসের চাল বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের দত্তেরহাটে ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ   কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির। প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি করে প্রতিদিন ছুটির দিন ব্যতীত এ চাল বিতরণ করা হবে। চলবে বিকাল ৩ টা পর্যন্ত।
এদিকে ৫ কেজি চালের মধ্যে ১০০ গ্রাম কম থাকে বলে অভিযোগ করেন কিছু নিম্ন আয়ের মানুষ। তবে এই অভিযোগ ডিলাররা অস্বীকার করেছেন।


সম্পর্কিত বিষয়:

চাল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top