গাজীপুর কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৬
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২২:৫৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, সকালে আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
অপরদিকে সকাল ৮টার দিকে কারাগারে খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ পাঁচ মামলার আসামি ছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
সম্পর্কিত বিষয়:
কারাগার
আপনার মূল্যবান মতামত দিন: