কুমিল্লায় ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৯
আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৩:২৮

নতুন ভোটার হতে ছবি তুলতে গিয়ে আরিফুর রহমান (১৮) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন অফিস কার্যালয়ে ওই ঘটনা ঘটে।
আহত আরিফ কেরণখাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে কেরণখাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা শিক্ষা শাখার দশম শ্রেণির ছাত্র।
আহত আরিফের শরীরে দুইটি ছুরিকাঘাত হওয়ায় বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরিফের চাচাতো ভাই বিল্লাল হোসেন জানান, উপজেলা নির্বাচন অফিসের দেওয়া নির্ধারিত দিন মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)কেরণখাল ইউনিয়ন পরিষদ ভবনে নতুন ভোটারদের ছবি তোলার কাজ চলছিল। নিয়ম মেনে আরিফও লাইনে দাঁড়ায়। কিন্তু তার সামনে দাঁড়ানো পার্শ্ববর্তী গ্রামের হাসেম মোল্লার ছেলে মোশারফ লাইনের সামনে দাঁড়িয়ে তার পরিচিত লোকদের অবৈধভাবে প্রবেশ করায়। একাধিকবার এমন ঘটনার কারণে আরিফ প্রতিবাদ করে। আর ওই প্রতিবাদের জেরে মোশারফ ও তার সঙ্গীরা এসে আরিফকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে পরপর দুইটি ছুরিকাঘাত করে। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব জানান, নতুন ভোটারের ছবি তোলা বা স্মার্টকার্ড বিতরণের সময় তারা প্রচুর ঝামেলা ভোগ করে আসছেন। প্রতিটি কেন্দ্রে পুলিশের অবস্থান নিশ্চিত করা হলে হয়তো এমনটা ঘটতো না।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আহত ছাত্র কুমেক হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত বিষয়:
স্কুলছাত্র
আপনার মূল্যবান মতামত দিন: