এমপি পঙ্কজকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৭
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫৮

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’
সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চিঠির অনুলিপি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের কাছে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
এমপি
আপনার মূল্যবান মতামত দিন: