মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৬
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ২১:০৯

মৌমাছির কামড়ে নওগাঁর মান্দায় মকলেছুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকলেছুর একই গ্রামের মজিবর রহমানের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের ১৮ বছর বয়সী সুমন ও ৪০ বছরের ফাতেমা।
স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে ছাগলের জন্য বাড়ির পাশে গাছের পাতা কাটতে যান মকলেছুর। এ সময় মকলেছুর, সুমন ও ফাতেমাকে কামড় দেয় মৌমাছি। এতে তারা গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মকলেছুর মারা যান। আহত সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পর্কিত বিষয়:
মৌমাছি
আপনার মূল্যবান মতামত দিন: