শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


যশোরে স্ত্রীসহ ভুয়া সচিব আটক


প্রকাশিত:
২৭ জুলাই ২০২০ ১৭:০৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৬

ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে গত শুক্রবার ভোরে শেরপুর থেকে এক ভুয়া সচিব ও তার স্ত্রীকে আটক করেছে যশোরের গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডি গ্রামের লতিফ মাস্টারের ছেলে শাহাদত হোসেন ওরফে শাহাদত জামান ওরফে কনস্টেবল জামান ওরফে সচিব মঞ্জুরুল ইসলাম, ওরফে সচিব গোলাম কিবরিয়া এবং তার স্ত্রী নাজমা বেগম। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড উদ্ধার করা হয়।

গতকাল শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি প্রমুখ।

পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, ২০১৩ সাল থেকে শাহাদত হোসেন বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে আসছেন। এ তথ্য যশোর জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top