নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ০২:১০
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১১:১৮

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম একই এলাকার নোমান মিয়ার ছেলে। আহত জামিল হোসেন টোটারবাগ এলাকার রমজানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন জামিল জানান, জোকারদিয়া এলাকায় দোতলা ভবনের ছাদে কাজ করতে তাদের নিয়ে যান ঠিকাদার আহমদ। দুপুরে কাজ করার সময় ছাদের পিলারের একটি রডে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময় সেলিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সেলিম মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পর্কিত বিষয়:
বিদ্যুৎস্পৃষ্ট
আপনার মূল্যবান মতামত দিন: