খুলনায় ১৫ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক
প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৩ ০৪:৪৭
আপডেট:
৮ মে ২০২৫ ০২:০২

খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইমন বড়ুয়া ও আবুল হোসেন। তাদের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামে ও অপরজনের কুমিল্লায়। তবে তারা দুইজনই ঢাকায় থাকেন। তাদের বিরুদ্ধে আগেও একই অভিযোগে মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট নামেন চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: