কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত
প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৩ ০১:৫৭
আপডেট:
১৭ এপ্রিল ২০২৩ ০২:০৮

কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন সোনার বাংলা ট্রেনের পাঁচটি শোভন চেয়ার কোচ লাইনচ্যুত হয়েছে। কিছু যাত্রী আহত হয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: