লালমনিরহাটে গরু ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৩ ১৮:২২
আপডেট:
১১ মে ২০২৫ ২৩:৪৭

লালমনিরহাটে সামছুল হক নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে হবিবর আলী মন্ডল (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হবিবর আলী মন্ডল লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের মৃত খচর উদ্দিন মন্ডলের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সকালে গরু কেনার জন্য দেড় লাখ টাকা নিয়ে নিজ বাড়ি থেকে হাটের উদ্দেশে বের হন গরু ব্যবসায়ী সামছুল হক। এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী হবিবর আলী মন্ডল তার পথরোধ করে কোদাল দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে সামছুল হককে পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে পকেটের টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় সামছুল হকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হরে পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে সদর থানায় হবিবর আলী মন্ডলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় ২০১৫ সালের ১৩ ডিসেম্বর দুইজনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রধান আসামি হবিবর আলী মন্ডলের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হবিবর আলী মন্ডল পলাতক রয়েছেন।
দীর্ঘ শুনানি শেষে সোমবার (২৪ এপ্রিল) আসামির অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। আদালতের সরকারী কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রায়ে বলা হয়, গরু ব্যবসায়ী সামছুল হককে হত্যার অপরাধে পলাতক থাকা আসামি হবিবর আলী মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আসামি হবিবর আলী মন্ডল গ্রেপ্তারের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: