বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


দুই ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩ ১৭:০১

আপডেট:
৮ মে ২০২৫ ০৭:৪৯

ছবি সংগৃহিত

বগুড়ায় দুই ট্রাকের ধাক্বায় চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে আদমদিঘী উপজেলার মুরাইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ট্রাকচালক ঢাকার কামরাঙ্গীচর গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

পুলিশ জানান, বগুড়া থেকে নওগামুখী একটি নষ্ট ট্রাক টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। একই দিকে আসা অন্য একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে ট্রাক মালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলামের মৃত্যু।

আদমদিঘী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। তবে আহত সংখ্যা নিশ্চিত নয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top