বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৩ ১৬:৪৪

আপডেট:
৭ মে ২০২৫ ১৭:৫৭

ছবি সংগৃহিত

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কিশোরগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে।

তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত রয়েছে। এছাড়া নির্বাহী প্রকৌশলীর কক্ষের সবকিছুই অক্ষত আছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ভবনে আটকা পড়া জাহাঙ্গীর নামে একজনকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে এলজিইডি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি এসব তথ্য নিশ্চিত করেছে বলে তিনি জানান, শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top