বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


গাইবান্ধায় যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩ ২২:১৪

আপডেট:
৭ মে ২০২৫ ১৭:৩৬

ছবি সংগৃহিত

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার তালুকজামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া ওই এলাকার মৃত খয়বর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকেই ওই এলাকার কবিরাজপাড়ার মৃত সেবাত উদ্দিনের ছেলে নালু এবং মতিয়ারদের সঙ্গে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল জাহাঙ্গীরের। নালুদের বাড়ির পাশে জাহাঙ্গীরের ১০ শতাংশ জমি আছে।

আজ বেলা ১১টার দিকে সেই জমিতে জাহাঙ্গীর আমন ধান লাগাতে গেলে তিন শতক জমির দ্বন্দ্বের সূত্র ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীরকে ধাওয়া করে।

পরে জাহাঙ্গীর আত্মরক্ষার জন্য দৌঁড়ে তালুকজামিরা বাজারে গেলে বাজারের শাহারুল ও প্লাবনের দোকানের সামনে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা আরও তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পলাশবাড়ী থানাধীন হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান বলেন, আমি ঘটনাস্থলেই রয়েছি। সুরতহাল রিপোর্ট করছি। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top