শনিবার, ৩রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


লক্ষ্মীপুরে খাদ্যপণ্যের গোডাউনে আগুন


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৩ ১০:৫৫

আপডেট:
৩ মে ২০২৫ ০৫:৫৬

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। সয়াবিন-সরিষা তেল, আটা-ময়দা, সুজি, চাল-ডাল, চিনি-লবন, চিপস ও স্ন্যাক্সসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল গোডাউনে।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লামচরী এলাকার তেরবেকী সড়কের মেসার্স মৌসুমী ট্রেডার্সের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মেসার্স মৌসুমী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী অ্যাডভোকেট আরাফাত হোসেন বলেন, প্রতিষ্ঠানটি আমার বাবা মাইন উদ্দিন তরুণের হাতে গড়া। বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসা আমি দেখি। কখনো এতো বড় দুর্ঘটনার কবলে পড়িনি। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। গুদামে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ছিল। আরাফাতের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচাক আবদুল মান্নান বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।


সম্পর্কিত বিষয়:

#বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top