সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


শারজাহ থেকে আসা বিমানে মিলল সাড়ে ৪ কেজি স্বর্ণ


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৪:২২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার পর এসব স্বর্ণ জব্দ করা হয়।

দুপুর সোয়া ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, সকাল সাড়ে আটটার পর শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-১৫২ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এসব স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে বলে জানান উইং কমান্ডার তাসনিম আহমেদ।


সম্পর্কিত বিষয়:

চট্টগ্রাম শারজাহ স্বর্ণ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top