শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সাবেক এমপি টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪ ১৩:১৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২১:৫৭

ফাইল ছবি

২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার তৎকালীন এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ১৬২ জনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলার দেহেরগতি বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার আসামিরা হলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। এছাড়া আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আসামিগণ বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্রসহ ধানের শিষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এ সময় মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে নির্বাচনে জালিয়াতি করে বিজয়ী হয়।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top