রূপগঞ্জে পোড়ানবাজারে আগুন
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৯:০১
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০১:১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার পোড়ানবাজারে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দুটি জুতার দোকান, একটি লেপতোশক ও একটি কসমেটিকসের দোকন পুড়ে ছাই হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান বাজারের দোকান মালিকরা।
পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসকর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী দোকান মালিকরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা। এতে তারা বড় বিপদের মুখে পড়েছেন।
অপরদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী, সারা দেশে সাত দিনের লকডাউন চলছে, যার কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা।
এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়া ক্ষতির কারণে দোকানের মালিকরা পড়েছেন বিপাকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: