বরগুনায় সড়কের পাশে মিলল নারীর লাশ
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২১ ২১:৩৩
আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৫:৫০

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়াবাজার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া গেছে।
সোমবার (১৯ এপ্রিল) সকালে খোলপটুয়া বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার (১৮ এপ্রিল) বিকালে খোলপটুয়া ব্রিজের ঢালে দোকানের সামনে ওই নারীকে দেখা গেছে। সোমবার সকালে ওই নারীর মৃতদেহ রাস্তার পাশে দেখে পুলিশকে জানান স্থানীয়রা।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, স্থানীয়রা আমাকে জানায় ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন। গত কয়েক দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তাকে কেউ কিছু খেতে দিলে খেত না। তবে কি কারণে মারা গেছে সেটা বলতে পারব না।
নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পাওয়া যাবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: