রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ৭ বছর পর আইসিইউ চালু


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ১৭:২৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২১ ১৮:১৪

ছবি: সংগৃহীত

অবশেষে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ চালু হল। ২০১৪ সালে আইসিইউ স্থাপিত হলেও দীর্ঘদিন বন্ধ ছিল সেটি। ভয়াবহ করোনাকালেও কোন কাজে আসেনি আইসিইউটি। কোন রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলে ঢাকা যেতে বাধ্য হতো। এটি চালু হওয়ায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছে মানুষের মাঝে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, এই হাসপাতালে ২০১৪ সালে আইসিইউ টি স্থাপিত হয়। সেন্ট্রাল অক্সিজেন সংযোগ ছিল না বলে আইস ইউ সেবা বন্ধ ছিল। তাছাড়া লোকবলও ছিল না। গত ২৫ এপ্রিল নতুন ভবনে দুই বেডের আইসিইউ চালু করা হয়। এছাড়া হাসপতালে অনেক সমস্যা রয়েছে। ১০০ শয্যা হাসপাতালেরই লোকবল সংকট রয়েছে।

তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে দীর্ঘদিন। এখন পর্যন্ত জরুরি বিভাগের জন্য ডাক্তারের পদ সৃষ্ট হয়নি। বিকল্প পন্থায় জরুরী বিভাগ চালানো হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

আইসিইউ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top