শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মতলবে দুস্থদের মাঝে ভোগ্যপন্য বিতরণ নাছিমা-মোফাজ্জল ফাউন্ডেশনের


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ১৬:৩৬

আপডেট:
১৫ এপ্রিল ২০২০ ১৬:৫৪

ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভোগ্যপন্য বিতরণ করেন নাছিমা-মোফাজ্জল ফাউন্ডেশন। আজ বুধবার সকালে ঠেটালিয়া গ্রামে ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টারের নেতৃত্বে শতাধিক পরিবারের মধ্যে চাল, আলু, মুড়ি, বুট, চিনি খেজুর বিতরণ করা হয়।

এছাড়াও করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। নাছিমা -মোফাজ্জল ফাউন্ডেশনের সভাপতি মোফাজ্জল হোসেন মাষ্টার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের থাবায় পুরো বিশ্ব আজ থমকে গেছে। মানুষ কর্মহীন হয়ে পড়ছে, এ অবস্থায় দুস্থদের পাশে দাঁড়ানো অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

তারই ধারাবাহিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে। এ দুর্যোগ মূহুর্তে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত, ফাউন্ডেশনটি শিক্ষা,স্বাস্থ্য,তথ্য প্রযুক্তি ও মানব সেবায় ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top