রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১১:৪৫

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:৪৮

ছবি সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে।

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা: দেবেন্দ্র নাথ রায়, গ্রাম-আলদাদপুর ছয়আনি পাড়া, থানা: গংগাচড়া, জেলা: রংপুর বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে গংগাচড়া মডেল থানার মামলা নং-৩৫, তারিখ ২৯/০৭/২৫, ধারা: ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top