রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে ঝুলন্ত লাশ উদ্ধার স্বামীর
প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৮:০৭
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২০:২৫

গাজীপুরের কালিয়াকৈর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শাহজাহান হোসেন (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (৪ আগস্ট) সকালে কালিয়াকৈর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকার মশিউরের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শাহজাহান গাজীপুরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে স্ত্রী ও সন্তান নিয়ে কাশিমপুর থেকে কালিয়াকৈর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় আসেন শাজাহান। ওই এলাকার মশিউরের বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন তারা।
রোববার রাতে শাহজানের সঙ্গে স্ত্রী সেলভিয়ার বাগবিতণ্ডা হয়। পরে দুজনেই ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন তার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন। এরপর কান্নাকাটি শুরু করেন সেলভিয়া। তার কান্নাকাটিতে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই জামিল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা- ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: